মরিঙ্গা পাউডার / সজিনা পাতার গুড়া এর উপকারিতা
- ওজন কমানোর জন্য এট অনেক উপকারী।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
- এই সজনা পাতার গুঁড়ো দেহে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভালো।
- পুষ্টির ভান্ডার হিসেবে পরিচিত এই পাতার গুঁড়ো শরীরে শক্তি জোগায়।
- সজনা পাতার গুঁড়ো গরম পানীয় হিসেবে খেলে সাইনাসের সমস্যা দূর হয়।
- এতে থাকা পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
- ঘুমানোর আগে সজনে পাতার গুঁড়ো পান খুবই কার্যকর। এতে রাতে ভালো ঘুম হয়।
Habib Asraf –
Many times I have purchased moringa leaf powder from many places but yours is so fresh that it impressed me.
admin232 –
Thank you for your valuable feedback.