যবের ছাতুর উপকারিতা
- সহজে হজমযোগ্য একটি উপাদেয় খাবার।
- গরমে শরীর ঠান্ডা রাখে এবং শক্তি যোগায়।
- জ্বালাভাব দূর করে শান্তি যোগায়।
- কফ ও পিত্ত নাশ করে।
- খিদে বাড়িয়ে দিয়ে ক্ষুধামন্দ্যা দূর করে।
- শুক্র বৃদ্ধি করে।
- দাঁতের মাড়ি ফুলে গেলে গ্রহণ করা হয়।
- হৃদরোগের বিপরীতে ভূমিকা রাখে।
- জ্বরের পথ্য হিসেবে দারুণ কাজ করে।
- এতে রয়েছে মল্টোজ, স্যাকরিন, লেসিথিন, অ্যামাইলেজ, ভিটামিন বি কমপ্লেক্স এর মতন প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
- প্লীহা এবং পাকস্থলীর সমস্যা দূর করে।
- বদহজমের সমস্যা দূর করে পেট ঠান্ডা রাখে।
- ফাইবার বা খাদ্য আঁশ সমৃদ্ধ খাবার।
Reviews
There are no reviews yet.