সাকুরা প্লাম এর উপকারিতা
- এতে চিনির পরিমাণ খুবই কম থাকে। আর বিদ্যমান চিনি মূলত প্রাকৃতিক চিনি যা দেহের জন্য মোটেও ক্ষতিকর নয়।
- এই ফলটি এনার্জি প্রদান করে এবং কর্মক্ষমতা বাড়ায়।
- হজমক্রিয়া ত্বরান্বিত করতে ভূমিকা রাখে।
- অবসাদগ্রস্থতা কমাতেও কাজ করে।
- মেটাবলিজম হার বৃদ্ধি করে।
- মুখের স্বাদ ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখে।
- বমি বা বমিভাব দূর করতেও বেশ ভালো কাজ করে।
- ত্বক টানটান রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
- অতিভোজনের ফলে সৃষ্ট অস্বস্তিভাব দূর করতে বেশ ভালো কাজ করে।
- জ্বরের সময় রুচিহীনতা, ক্লান্তি দূর করতে এই ফল বেশ ভালো কাজ করে।
- ম্যাকুলার ডিজেনারেশন নামক বয়স জনিত চোখের সমস্যার বিপরীতে ভালো কাজ করে।
- এমনকি কোষ্ঠকাঠিন্য দূর করতেও ভূমিকা রাখে সাকুরা রেড প্লাম।
Reviews
There are no reviews yet.