কালোজিরা ফুলের মধুর উপকারিতা
- এতে রয়েছে বেশ কিছু খনিজ উপাদান যা শারীরিক সুস্থতা প্রদানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- দেহের পানিশূন্যতা দূর করতে ভূমিকা রাখে।
- দেহে তাপ ও শক্তির যোগান দেয়।
- হজমক্রিয়াকে ত্বরান্বিত করে হজমে সহায়তা করে।
- অ্যাসিডিটি উপশমে বেশ ভালো কাজ করে।
- কোষ্ঠ্যকাঠিন্য এবং ডায়রিয়াতেও এটি বেশ উপযোগী।
- রক্তশূন্যতা দূর করে ভূমিকা রাখে।
- অতিরিক্ত মেদ কমিয়ে ওজন হ্রাসে ভূমিকা রাখে।
- ত্বক মসৃণ ও সজীব রাখতে কাজ করে এটি।
- রূপচর্চায় এক বহুল ব্যবহৃত উপাদান।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বেশ ভালো কাজ করে।
- হাঁপানি ও ফুসফুসের সমস্যা সমাধানে কার্যকরী।
- সর্দি, কাশি, গলা ব্যথা দূর করতে চমৎকার কাজ করে।
- ঘুমের সমস্যা সমাধানে এটি বেশ ভালো কাজ করে। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এক চা চামচ মধু হতে পারে অনিদ্রার ক্ষেত্রে বিশেষ কার্যকরী।
- দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুরক্ষিত রাখে।
Munia –
I feel better after consuming black seed flower honey from you. Thank you for providing such a nice service.
admin232 –
Thanks for your valuable feedback.
রাজু আফসার –
খুবই ভালো পেয়েছি।
ধন্যবাদ আপনাদেরকে।
admin232 –
আপনার মূল্যবান প্রতিক্রিয়া জন্য ধন্যবাদ.
ইকবাল হোসেন –
বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মধু ক্রয় করেছি।
কিন্তু আপনাদের মধু আমার কাছে ভালো লেগেছে।
আশা করি মধুর মান অক্ষুন্ন রেখে এগিয়ে যাবেন।
জাযাকাল্লাহ খাইরান।
admin232 –
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ।