ঘি এর উপকারিতা
- স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার।
- এটি হজমজনিত সমস্যা দূর করে। পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা নিরসনেও ভূমিকা রাখে।
- মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ভূমিকা রাখে।
- হৃদস্বাস্থ্যের জন্য বেশ ভালো।
- এটি প্রদাহবিরোধী একটি খাবার।
- ত্বক ভালো রাখে। একই সাথে মুখের ঘা দূর করতে সাহায্য করে।
- ক্ষুধামন্দা দূর করতে ভূমিকা রাখে।
- আয়ুর্বেদিক শাস্ত্রে এর বিশেষ ব্যবহার রয়েছে।
নাজমুল সরদার –
আপনাদের সরের ঘি এর ঘ্রাণ অসাধারণ। চতুর্থ বারের মতো অর্ডার করতেছি। আশা করি আগের মতই পাবে।
admin232 –
ধন্যবাদ।
ইনশাআল্লাহ আগের মতই পাবেন।
Sadik ayman –
আমি আমার আম্মা-আব্বা ও এক বন্ধুর জন্য ঘি এবং মধু অর্ডার করেছিলাম। তাদের কমপ্লিমেন্ট শোনে এতো ভালো লাগল যে, আমার অর্ডার করা সার্থক বলে আমি মনে করি। অর্গানিক মধু এবং 100% পিওর সরের ঘি যাকে বলে 👌👌
তাছাড়া সময় মতো ডেলিভারি এবং উনাদের ব্যবহারে আমি সত্যি মুগ্ধ।
অসংখ্য ধন্যবাদ ।
নিঃসন্দেহে আগামীতে আবারও অর্ডার করব ইনশা’আল্লাহ ।
admin232 –
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ।
জান্নাত আরা মিম –
আলহামদুলিল্লাহ
আপনাদের সরের ঘি এর তুলনা হয় না।
admin232 –
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ।